প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এর ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল আজ বৃহস্পতিবার (০২ মে)নগরের নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
প্রয়াত নেতৃবৃন্দ কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মরহুম এম এ গফুর, শামসুল আলম, মাসুদ রানা, কামাল উদ্দিন, আব্দুল্লাহ হারুন আহঞ্জী সহ অসংখ্য নেতৃবৃন্দের স্মরণে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মাওলানা এহছানুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় শ্রমিক সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন।
প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শ্রমজীবী মানুষই শ্রেষ্ঠ মানুষ। দেশের চালিকা শক্তি হলো মজলুম শ্রমিকেরাই। আজ যাদের স্মরণে দোয়া মাহফিল করছি তারা সার্বক্ষণিক শ্রমজীবী মানুষের স্বার্থে ও দেশের স্বার্থে কাজ করে গেছেন। তারা হল মজলুম জনতার প্রথম সারির সহযোদ্ধা। তাদের যেন আল্লাহ মজলুমের নেতা হিসেবে কবুল করেন, জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং দেশ ও জাতির কল্যাণে সর্বস্তরের শ্রমজীবী মানুষের জন্য মহান আল্লাহর দরবার দোয়া প্রার্থনা করেন।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী শেখ নুরুল্লাহ বাহার, শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ. ম. জামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি শফিকুল ইসলাম চেয়ারম্যান, মোতালেব চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক এম এ বাতেন, মোহাম্মদ হারুন, আনোয়ারুল আজিম সবুজ, সাংগঠনিক শফিকুর রহমান মজুমদার, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ দেলোয়ার হোসেন, সদস্য মোহাম্মদ দেলোয়ার হোসেন, মো. রবিউল, মোঃ নুরুল আলম সুজন, শফি মাস্টার, আব্দুল মান্নান, আব্দুল লতিফ, গোলজার হোসেন লেদু, মোঃ আলতাফ হোসেন, রফিক উদ্দিন জসিম, মোঃ ফরিদ, আব্দুল বারেক, নূর মোহাম্মদ, আব্দুল লতিফ, মোহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।




