প্রেস বিজ্ঞপ্তি: ‘শ্রমিক- মালিক গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ’, এ প্রতিপাদ্যের আলোকে শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকারে মহান মে দিবস উপলক্ষে আজ বুধবার (০১ মে)দুপুরে নগরীর শাহ আমানত সিটি করপোরেশন মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়।
মে দিবস উদযাপন পরিষদের ৬টি খ্যাতনামা সাংস্কৃতিক সংগঠন-বিশ্বতান,সৃজামি সাংস্কৃতিক অঙ্গন,উদীচী চট্টগ্রাম জেলা সংসদ,বোধন আবৃত্তি পরিষদ, চট্টগ্রাম থিয়েটার, আলোড়ন ডান্স একাডেমির সমন্বয়ে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন। এতে সাংস্কৃতিক সংগঠন বিশ্বতান ৪টি দলীয় গান পরিবেশন করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বতানের উপদেষ্টা সায়দুর রহমান মিন্টু, গীতিকার সুরকার ও শিল্পী উত্তম কুমার আচার্য্য, সহ-সভাপতি নিবেদিতা আচার্য্য।
চমৎকার পরিবেশনায় শিল্পীরা ছিলেন সংগীত লিডে -শিমলী দাশ(উপদেষ্টা), তবলায়- নরেন সাহা(সভাপতি), নালে ও সার্বিক সহযোগিতায় -সংগীত শিল্পী খোকন মালাকার(উপদেষ্টা), প্যাডে প্রণব।
অন্যান্য শিল্পীরা হলেন- তপন কুমার দাশ,মৌসুমী সেন, রিতা, নিভু,রুপক, বরুন,রত্না, রুনা, আলেয়া,আদ্রিমা, শ্রেয়া, পড়শী,প্রমুখ।
অনুষ্ঠানে দর্শকের উপচে পড়া ভীড় ছিল। অন্যান্য সংগঠনের আবৃত্তি, নৃত্য ও নাটকের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।




