প্রদীপ দাশ, কক্সবাজার সদর প্রতিনিধি: ভোটের শেষ সময়ে এসে কক্সবাজার-৩ আসনে নৌকার পালে লাগা হাওয়া স্পষ্ট হতে শুরু করেছে। শুরু থেকেই আওয়ামী লীগ প্রধানের দেওয়া মনোনয়নের বিরোধিতা করে এই আসনে আওয়ামী লীগের একটি অংশ নৌকা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নামে। তবে ভোটের শেষ দিকে এসে বদলে যায় সেই চিত্র।

কক্সবাজার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একটি বড় অংশ মাঠে নামে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সাইমুম সরওয়ার কমলের পক্ষে। একদিকে নৌকা প্রতীক, অন্যদিকে ব্যক্তি বর্তমান সংসদ কমলকে নিয়ে ভোটারদের মধ্যে ইতিবাচক ধারণার কারণে এই আসনে বেড়েছে নৌকার প্রতি সমর্থন ও ভোট।

ভোট কেন্দ্রে ঘুরে দেখা গেছে, সাধারণ ভোটারদের মধ্যে বর্তমান সংসদ তার রাজনৈতিক ক্যারিয়ার ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে জনপ্রিয়। বিশেষ করে প্রচারবিমুখ এই নেতার ছাত্র রাজনীতি থেকে শুরু করে নানা সময়ের আন্দোলন সংগ্রামের বিষয়টি ভোটারদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী ও প্রগতিশীল বিভিন্ন সংগঠনের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারের উন্নয়ন ও ব্যাক্তি কমলের কারণে ভোটাররা বর্তমান সংসদকেই ভোট দিতে ইচ্ছুক।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিনিধিকে বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন এবং বর্তমান সংসদের সময় উপযোগী পদক্ষেপের কারণে কক্সবাজার-৩ আসনের ভোটাররা আবার ও তাকে বিজয়ী করবে।আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের অপপ্রচার থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেইসব অপপ্রচার দিয়ে নৌকার বিজয় ঠেকানো যাবে না।

কক্সবাজার সদর থানা এলাকার সাধারণ ভোটার বিল্লাল হোসেন জানান, আমরা শান্তি চাই, উন্নয়ন চাই তাই নৌকা মার্কায় ভোট দিব।

কক্সবাজার সদরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৫ বছরে তার মেয়াদে এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ব্যাপক উন্নতি হয়েছে। একাধিক প্রতিষ্ঠান সরকারিকরণ হয়েছে। এমপিওভুক্ত হয়েছে সব প্রতিষ্ঠান। ঢাকা-কক্সবাজার সরাসরি ট্রেন চালু হয়েছে। পরীক্ষিত এই নেতার ব্যাপারে সাধারণ ভোটারদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে বলে দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তার করণীয় নির্ধারণ করে ফেলেছে যে তারা নৌকায় ভোট দেবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাইমুম সরওয়ার কমল বলেন, আমি নির্বাচনী প্রচারণায় সব থেকে বেশি পেয়েছি সাধারণ মানুষের ভালোবাসা এবং আমি বিশ্বাস করি এর দৃশ্যমান ফলাফল পাব, এ ছাড়া সত্যিকারের আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনোই নৌকা প্রতীকের বাইরে যেতে পারেন না। কক্সবাজারে যারা প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন, তারা সকলেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আমার প্রতি আস্থা রাখবেন, আমাকেই বিজয়ী করবেন।

প্রদীপ দাশ, কক্সবাজার সদর প্রতিনিধি: ভোটের শেষ সময়ে এসে কক্সবাজার-৩ আসনে নৌকার পালে লাগা হাওয়া স্পষ্ট হতে শুরু করেছে। শুরু থেকেই আওয়ামী লীগ প্রধানের দেওয়া মনোনয়নের বিরোধিতা করে এই আসনে আওয়ামী লীগের একটি অংশ নৌকা প্রতীকের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নামে। তবে ভোটের শেষ দিকে এসে বদলে যায় সেই চিত্র।

কক্সবাজার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের একটি বড় অংশ মাঠে নামে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সাইমুম সরওয়ার কমলের পক্ষে। একদিকে নৌকা প্রতীক, অন্যদিকে ব্যক্তি বর্তমান সংসদ কমলকে নিয়ে ভোটারদের মধ্যে ইতিবাচক ধারণার কারণে এই আসনে বেড়েছে নৌকার প্রতি সমর্থন ও ভোট।

ভোট কেন্দ্রে ঘুরে দেখা গেছে, সাধারণ ভোটারদের মধ্যে বর্তমান সংসদ তার রাজনৈতিক ক্যারিয়ার ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে জনপ্রিয়। বিশেষ করে প্রচারবিমুখ এই নেতার ছাত্র রাজনীতি থেকে শুরু করে নানা সময়ের আন্দোলন সংগ্রামের বিষয়টি ভোটারদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে।

আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মী ও প্রগতিশীল বিভিন্ন সংগঠনের কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারের উন্নয়ন ও ব্যাক্তি কমলের কারণে ভোটাররা বর্তমান সংসদকেই ভোট দিতে ইচ্ছুক।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিনিধিকে বলেন, জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন এবং বর্তমান সংসদের সময় উপযোগী পদক্ষেপের কারণে কক্সবাজার-৩ আসনের ভোটাররা আবার ও তাকে বিজয়ী করবে।আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের অপপ্রচার থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেইসব অপপ্রচার দিয়ে নৌকার বিজয় ঠেকানো যাবে না।

কক্সবাজার সদর থানা এলাকার সাধারণ ভোটার বিল্লাল হোসেন জানান, আমরা শান্তি চাই, উন্নয়ন চাই তাই নৌকা মার্কায় ভোট দিব।

কক্সবাজার সদরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৫ বছরে তার মেয়াদে এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ব্যাপক উন্নতি হয়েছে। একাধিক প্রতিষ্ঠান সরকারিকরণ হয়েছে। এমপিওভুক্ত হয়েছে সব প্রতিষ্ঠান। ঢাকা-কক্সবাজার সরাসরি ট্রেন চালু হয়েছে। পরীক্ষিত এই নেতার ব্যাপারে সাধারণ ভোটারদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে বলে দেখা যায়। সময়ের সঙ্গে সঙ্গে মানুষ তার করণীয় নির্ধারণ করে ফেলেছে যে তারা নৌকায় ভোট দেবে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাইমুম সরওয়ার কমল বলেন, আমি নির্বাচনী প্রচারণায় সব থেকে বেশি পেয়েছি সাধারণ মানুষের ভালোবাসা এবং আমি বিশ্বাস করি এর দৃশ্যমান ফলাফল পাব, এ ছাড়া সত্যিকারের আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনোই নৌকা প্রতীকের বাইরে যেতে পারেন না। কক্সবাজারে যারা প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন, তারা সকলেই আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আমার প্রতি আস্থা রাখবেন, আমাকেই বিজয়ী করবেন।