বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে বিপুল ভোটে ৭মবারের মতো জয়ের পথে আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী বীর বাহাদুর উশৈসিং। জেলার ২৮২টি কেন্দ্রের মধ্যে 39টি কেন্দ্রের ফলাফলে বীর বাহাদুর ৩৬,১৬৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টির প্রার্থী এ,টি,এম শহীদুল ইসলাম ১,৯৭৫ ভোট পায়।
আজ রোববার (০৭ জানুয়ারী) পাহাড়ের প্রচন্ড শীত উপেক্ষা করে মানুষ ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করে। পুরুষের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিলো বেশি।
জেলার ৭টি উপজেলার ৩৪টি ইউনিয়নের ২৮২টি ভোট কেন্দ্রে কোন সংঘাত ছাড়াই নির্বাচনের ভোট গ্রহন শেষ হলে বিকাল ৫টার পর থেকে এক এক কেন্দ্রের ভোটের ফলাফল আসতে শুরু করে। প্রতিটি কেন্দ্রের ফলাফলে আওয়ামীলীগের বীর বাহাদুর প্রাপ্ত ভোট জাতীয় পার্টির প্রার্থীর চেয়ে অনেক বেশি দেখা যায়।
Post Views: 302




