বশির আহাম্মদ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ রোববার (০৭ জানুয়ারী) সকাল ৮টা থেকে বান্দরবান ৩০০নং সংসদীয় আসনের ১৮২ ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেও ভোটারের উপস্থিতি ছিল খুবই কম।
প্রতিবারেরমত এবারও পুরুষের তুলনায় নারীর উপস্থিতি বেশি দেখা গেছে। কয়েকটি ভোট কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে।
জেলা শহরের বালিকা উচ্চ বিদ্যালয়কেন্দ্রে প্রথম ভোট দেন নৌকার প্রার্থীর সহধর্মিণী মেহ্লা প্রু।
এ কেন্দ্রে ভোটার সংখ্যা হচ্ছে ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। তার মধ্যে নারী ভোটার এক লাখ ৩৯ হাজার ৪৪৬ জন। আর পুরুষ ভোটার এক লাখ ৪৮ হাজার ৫৮৪ জন। কেন্দ্রগুলোর মধ্যে ১৩১টি গুরুত্বপূর্ণ এবং ৫১টি সাধারণ ভোটকেন্দ্র রয়েছে।
এদিকে বান্দরবান আসনে প্রার্থী হিসাবে লড়ছেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের বীর বাহাদুর উশৈসিং এবং লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহিদুল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, উৎসবমুখর পরিবেশে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে মাঠে রয়েছে সেনাবাহিনী, ৫০ প্লাটুন বিজিবি, পুলিশ, ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পেলেই তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




