নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫(লোহাগাড়া-সাতকানিয়া) আসনে নাগরিক কমিটির স্বতন্দ্র প্রার্থী আব্দুল মোতালেব সিআইপির ঈগল প্রতীকের অফিসে আগুন লাগিয়ে পুড়েছে দুর্বৃত্তরা।
লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে ১ নাম্বার ওয়ার্ড হাটখোলা মুড়ার অফিসে ৫ জানুয়ারি শুক্রবার ভোররাত ৩টায় আগুন দেয়া হয় বলে জানা গেছে। এ আগুনে অফিসে আসবাব ও পর্দা পুড়ে গেছে বলে জানান স্থানীয় সাবেক মেম্বার আবুল কাশেম। ঈগল প্রতীকের ব্যাপক জনসমর্থনে ক্ষীপÍরা অফিসটি পুড়ে দিয়েছে এলাকার লোকজনের অভিমত।
সূত্রমতে, আগুন জ¦লতে দেখে স্থানীয় দোকানদারের শোরচিৎকারে এগিয়ে আসে আশপাশের লোকজন। চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অন্যথায়, অফিস সংলগ্ন হাটখোলা মুড়ার আরো কয়েকটি দোকান পুড়ে যেত। ক্ষতি হত ব্যাপক।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং লোহাগাড়া থানার অফিসার্স ইনচার্জ বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন আবুল কাশেম। অভিযোগ পত্রে ঘটনার জন্য ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
অপরদিকে, গত ৩ জানুয়ারী বুধবার দিবাগত রাতে ঈগল প্রতীকের কার্যালয় পুড়িয়ে দেয়া হয় একই উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের চিতা মার্কেটে।
এ ব্যাপারে লোহাগাড়া থানায় সাধারণ ডায়েরী নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন আমিরাবাদ ইউপি’র স্থানীয় মেম্বার নুরুন্নবী।




