চৌদ্দগ্রাম প্রতিনিধি: জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এবার সহ ৮ বার দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের ভোটে আগে ৪ বার পাশ করেছি। এবার আপনাদের রায় নিয়ে ৫ম বারের মতো এমপি নির্বাচিত হবো ইনশাআল্লাহ। আমি ও আপনাদের মতো সাধারণ কৃষকের সন্তান।আমি অবহেলিত চৌদ্দগ্রামের ব্যাপক উন্নয়ন করেছি। সাধারণ জনগণের পাশে ছিলাম। জনগণের সাথে কখনো বেঈমানি করিনি।কখনো অহংকার করিনি। আপনাদের ভোটের বদন্যতায় আমি এমপি হয়ে মন্ত্রী হয়ে চৌদ্দগ্রামকে আলোকিত ও সন্মানীত করেছি। আল্লাহর রহমতে আমি যদি আপনাদের ভোটে আবারও এমপি নির্বাচিত হই এলাকার সকল অসমাপ্ত কাজ সহ সকল দাবি বাস্তবায়ন করে দেব।
গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর)বিকেলে চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল ফাজিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নৌকা মার্কার সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ১১ (চৌদ্দগ্রাম) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক রেলপথ মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক মুজিব এসব কথা বলেন।
তিনি বলেন,আওয়ামী লীগের ক্ষমতামলে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। পদ্মা সেতু, মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেল সহ বড় বড় উন্নয়ন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে সুসম্পন্ন হয়েছে। তিনি আগামীর স্মাট বাংলাদেশ বিনির্মাণে আবারো নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান ।
মুন্সিরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় বক্তব্য রাখেন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জি এম মীর হোসেন মীরু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্ত, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি কামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম,
চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ বি এম এ বাহার,স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইসহাক খান, আক্তার হোসেন পাটোয়ারী,অধ্যাপক মফিজুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল মান্নান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, অবসরপ্রাপ্ত মেজর জাহাঙ্গীর হোসেন।
ইউনিয়ন যুবলীগের সভাপতি আলাউদ্দিন মজুমদার বাবুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মুরাদ।গুনবতী ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ খোকন, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভিপি মাহবুব হোসেন মজুমদার, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, উজিরপুর ইউপি চেয়ারম্যান নাঈমুর রহমান মজুমদার মাছুম , কাশিনগর ইউপির চেয়ারম্যান মোশারেফ হোসেন, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক জগলুল কবির নাসির সাংবাদিক, ইউনিয়নের যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মজুমদার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, মাসুদ রানা প্রমুখ।
বিভিন্ন গ্রাম ও ওয়ার্ড থেকে ঢোল বাদ্য বাজিয়ে নেচেগেয়ে নৌকার পক্ষে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা সমাবেশে অংশ গ্রহণ করেন। বিপুল সংখ্যক নারী পুরুষের উপস্থিতিতে সমাবেশটি বিশাল জনসভায় রূপ লাভ করে।



