সিলেট ব্যুরো: ভিসি’র পদত্যাগ দাবিতে এবার কাফন মিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শনিবার (২২ জানুয়ারি) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে কয়েক শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের এক দফা এক দাবি ‘ভিসির পদত্যাগ’।
উল্লেখ্য, এই দাবিতে গত ২০শে জানুয়ারি বুধবার দুপুর ৩টায় ২৪ জন শিক্ষার্থী অনশনে বসেন। প্রায় ৭২ ঘন্টা অতিবাহিত হওয়ার পরও আমাদের দাবি মেনে নেয়া হয়নি। তাদের স্বাস্থ্য ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে এবং তারা ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে।
Post Views: 694



