চৌদ্দগ্রাম প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে চৌদ্দগ্রাম উপজেলা মুন্সিরহাট ইউনিয়ন জুগিরহাট হুসাইনিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।গতকাল শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় মসজিদে জুম্মার নামাজ আদায় করে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ নিয়ে বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।
আসন্ন জাতীয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুমিল্লা ১১ থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বেলজিয়াম আওয়ামীলীগের সভাপতি বজলুর রশিদ বুলু চৌদ্দগ্রাম উপজেলার মুনসীর হাট ইউনিয়ন ছাতীয়ানি উত্তর পাড়া মজুমদার বাড়ি বাইতুল আমান জামে মসজিদে শুক্রবার জুমার নামাজ আদায় করেন।
এই সময় তিনি সকলের কাছে দোয়া কামনা করেন ও বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন, এই সময় উপস্থিত ছিলেন অত্র মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাফর আহম্মদ, মাওলানা এরশাদ মজুমদার, ব্যাবসায়ী আবুল বাশার,বিএসসি খলিলুর রহমান, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের, কবি শহীদ উল্লা ভূইয়া, বেল্লাল উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




