ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস বার্তার বর্ণাঢ্য আয়োজনে গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এর সার্বিক সহযোগিতায় আলোচনা সভা, সম্মাননা প্রদান ও ভারত বাংলাদেশ এর শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫ বছর পূর্তি উদযাপিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
উদ্বোধন করেন ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক দানবীর, সাংস্কৃতিজন ডা. আশীষ কুমার চক্রবর্তী।
সভাপতিত্ব করেন রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু।
স্বাগত বক্তব্য রাখেন তিতাসবার্তার সম্পাদক আব্দুল মতিন সানু, সঞ্জীব ভট্টাচার্য,নির্বাহী সম্পাদক সঞ্জীব ভট্টাচার্য।
উপস্থিত ছিলেন বাংলাদেশ ভারতের অতিথিবৃন্দের মধ্যে আগরতলা প্রেসক্লাব সভাপতি সুবল কুমার দে, ভারত বাাংলাদেশ মৈত্রীে পরিষদের সভাপতি ড.দেবব্রত রায়, বিশিষ্ট অনুকাব্য লেখক, প্রথম আলোর বিশেষ কার্যক্রম সমন্বয়ক সাইদুজ্জামান রওশন (দন্তস্য রওশন), জেলা পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া’র কৃতি সন্তান অভিনেতা সাজু খাদেম, উর্মিলা শ্রাবন্তী কর, ভারতের কণ্ঠশিল্পী ইশমা, নৃত্যশিল্পী এরোমা, শ্যামলিমা, সাংবাদিক ও জেলার বিভিন্ন পর্যায়ের সাহিত্য সংস্কৃতিজন পত্রিকা সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ।