মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার): বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার সাথে সাংবাদিকদের সত্য লেখনী অব্যাহত রাখতে হবে।কোন ব্যক্তি যত বড়ই হোক না কেন, যদি তিনি অপরাধ করেন তবে তার বিরুদ্ধেও সংবাদ করতে হবে। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সাংবাদিক সাংসদ কক্সবাজারের বার্ষিক সাধারণ সভা ও পিকনিক অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল একথা বলেন।
শহরের কলাতলীর একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি এম, এ, আজিজ রাসেল।
প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম।
সাংবাদিকরা জাতির দিকনির্দেশক উল্লেখ করে শাহিনুল হক আরো বলেন, দেশের যেকোন সংকটকালে সাংবাদিক সমাজ সবার আগে এগিয়ে আসেন।মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ রেজাউল করিম, ছৈয়দ উল্লাহ আজাদ, মোঃ আমান উল্লাহ, সেলিম উদ্দিন, শহিদুল করিম শহিদ, জাহাঙ্গীর আলম শামস, আব্দুল মালেক সিকদার, আবুল কাশেম, জিকির উল্লাহ জিকিরসহ অন্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক শামসুল হক শারেক, এডভোকেট জি, এ, এম, আশেক উল্লাহ, দৈনিক বাঁকখালী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, সরওয়ার আজম মানিক, হাসানুর রশিদ, এম, আর মাহমুদ, হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আলহাজ আবুল কাশেম সিকদার, টুয়াক সভাপতি আনোয়ার কামাল, পরিবেশ আন্দোলন সাধারণ সম্পাদক করিম উল্লাহ কলিম, খেলাঘর সভাপতি জসিম উদ্দিন, ওয়েলকাম প্রপারটিজের ব্যবস্থাপনা পরিচালক বদরুল হাসান মিল্কি।
উপস্থিত ছিলেন সাংবাদিক শফিউল্লাহ শফি, আমানুল হক বাবুল, ইমাম খাইর, এম, বেদারুল আলম, আমিনুল হক,জসিম উদ্দিন সিদ্দিকী, ছৈয়দ আলম, তৌফিক লিপু, শাহেদ মিজান, আহসান সুমন, ওসমান গনি, আতিকুর রহমান মানিক, শিপন পাল প্রমুখ।
দিন ব্যাপী আয়োজনের মধ্যে রয়েছে কথামালা, উপহার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, রেফল ড্র, মিলনমেলা, পুরস্কার বিতরণ ও ফানুস উত্তোলন। এতে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।