ঢাকা ব্যুরো: অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ উপনির্বাচনের সব গুলো কেন্দ্রের তদন্তের নির্দেশ দিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
শনিবার (৫ নভেম্বর) নির্বাচন ভবনে তিনি সাংবাদিকদের বলেন, এর আগে গাইবান্ধা -৫ এর উপনির্বাচন অনিয়মের কারনে বন্ধ করতে বাধ্য হয় ইসি। এবং সেখানে ১৪৫ টি কেন্দ্রের মধ্যে ৫১ টি কেন্দ্রে ব্যাপক অনিয়ম হওয়ার ইসির তদন্ত কমিটি গাইবান্ধা গিয়ে ওই ৫১ টি কেন্দ্রের তদন্ত তিন কার্যদিবসের মধ্য শেষ করে। তদন্ত কমিটির প্রধান ইসির যুগ্ম সচিব অশোক কুমার দেবনাথ ৮৪৮ পাতার একটি তদন্ত রিপোর্ট জমা দেন।
এবিষয়ে সিইসি বলেন, এই প্রতিবেদনটিতে যেহেতু সবগুলো কেন্দ্রের তদন্ত রিপোর্ট বা অনিয়মের চিত্র আসেনি। তাই জমা দেয়া প্রতিবেদনটি আংশিক। আগামী সাত কার্যদিবসের মধ্যে বাকি ৯৪টি কেন্দ্রের তদন্ত রিপোর্ট জমা দেবার জন্য বলা হয়েছে। এ সংসদীয় আসনের পুরো রিপোর্ট জমা হলে ইসি তা খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে।
এ বিষয়ে অশোক কুমার দেবনাথ বলেন, আজ শনিবার সকাল কমিশন একটি চিঠি দিয়েছে,সেখানে বলা হয়েছে যে ৯৪টি কেন্দ্রের তদন্ত করা হয়নি সেই কেন্দ্রগুলোর সিসি ক্যামেরা ফুটেজ দেখে সবগুলো কেন্দ্রের তদন্ত প্রতিবেদন রবিবার থেকে শুরু করে সাতদিনের মধ্যে কমিশনে জমা দিতে হবে। তবে এবার আর স্পটে যেতে হবে না। সিসিটিভি ফুটেজ দেখে আমরা তদন্ত করবো।
গত ১২ অক্টোবর প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে গাইবান্ধা-৫ আসনটির উপ-নির্বাচন অনিয়মের কারণে বন্ধ করে ইসি।




