লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ১৫ নং লোহাগাড়ায় সদস্য পদে ৬৫ ভোট পেয়ে মো. এরফানুল করিম চৌধুরী (ঘুড়ি) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. আনোয়ার কামাল (সিএনজি অটোরিক্সা) পেয়েছেন ৫৩ ভোট। লোহাগাড়ায় ১২০জন ভোটারের মধ্যে ১১৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে, একজন ভোটার সাধারণ সদস্য পদে ভোট দানে বিরত রয়েছেন।

ভোট গ্রহণে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এএসএম মনির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

১৭ অক্টোবর সোমবার সকাল ৯টা হতে বিকেল ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। ভোটগ্রহণকালে কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি বলে জানা যায়।

অপরদিকে, জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ৫ নং ওয়ার্ড (লোহাগাড়া-সাতকানিয়া-বাঁশখালী) থেকে মহিলা সদস্য পদে ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুরাইয়া খানম (ফুটবল)। তার নিকটতম প্রতিদ্বন্ধি শাহিদা আক্তার জাহান (হরিণ) পেয়েছেন ১৯০ ভোট। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানান।

লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ১৫ নং লোহাগাড়ায় সদস্য পদে ৬৫ ভোট পেয়ে মো. এরফানুল করিম চৌধুরী (ঘুড়ি) নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মো. আনোয়ার কামাল (সিএনজি অটোরিক্সা) পেয়েছেন ৫৩ ভোট। লোহাগাড়ায় ১২০জন ভোটারের মধ্যে ১১৯ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে, একজন ভোটার সাধারণ সদস্য পদে ভোট দানে বিরত রয়েছেন।

ভোট গ্রহণে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এএসএম মনির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

১৭ অক্টোবর সোমবার সকাল ৯টা হতে বিকেল ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। ভোটগ্রহণকালে কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি বলে জানা যায়।

অপরদিকে, জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত ৫ নং ওয়ার্ড (লোহাগাড়া-সাতকানিয়া-বাঁশখালী) থেকে মহিলা সদস্য পদে ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুরাইয়া খানম (ফুটবল)। তার নিকটতম প্রতিদ্বন্ধি শাহিদা আক্তার জাহান (হরিণ) পেয়েছেন ১৯০ ভোট। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানান।