নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম আদালত চত্বরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গাড়ির হর্ন দেয়াকে কেন্দ্র করে যমুনা টিভির দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন হামলাকারী দুই আইনজীবী।
রবিবার (২১ আগস্ট) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তারা।

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাংবাদিকের ওপর আইনজীবীর হামলা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম আইনজীবি সমতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউদ্দিন।

আদালতে ওই দুই আইনজীবীর পক্ষে আইনজীবি হিসেবে কে শুনানি করেছেন এমন প্রশ্নের জবাবে জিয়াউদ্দিন বলেন, ‘আমাদের বারের প্রায় সবাই ছিলো। সবেক সভাপতি সাধারণ সম্পাদকরাও গেছেন। এই দুইজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দেয়া হয়। কিন্তু হত্যাচেষ্টার কোন ঘটনাই ঘটেনি। এই গ্রাউন্ডেই আমরা জামিন চেয়েছি।

এরআগে গত বুধবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম জেলা জজ আদালত চত্বরে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে গাড়ির হর্ন দেয়াকে কেন্দ্র করে যমুনা টেলিভিশনের রিপোর্টার আল আমিন সিকদার এবং ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমন করে কয়েকজন আইনজীবী। আদালত চত্বরে উঠতেই প্রথমে গাড়ির হর্ন দেয়াকে কেন্দ্র করে এক দফা হামলা চালানো হয় এই দুই সাংবাদিকের ওপর। পরে আইনজীবী সমিতির অফিসে নিয়ে গিয়ে ১০-১৫ জন একযোগে লাথি কিল ঘুষি মারতে থাকে। একপর্যায়ে দুই সাংবাদিক মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত অন্য সাংবাদিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সেসময় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউদ্দিন বলেছিলেন, ‘গাড়ির হর্ন দেয়াকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছে। তারপর যখন অফিসে আনা হয় তখন আমি অফিসে ছিলাম। আমি দ্রুত গিয়ে বিষয়টা নিয়ন্ত্রণে নিয়েছি। আমরা বিষয়টা তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নিবো।’

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম আদালত চত্বরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গাড়ির হর্ন দেয়াকে কেন্দ্র করে যমুনা টিভির দুই সাংবাদিকের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন হামলাকারী দুই আইনজীবী।
রবিবার (২১ আগস্ট) অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আব্দুল হালিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তারা।

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাংবাদিকের ওপর আইনজীবীর হামলা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম আইনজীবি সমতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউদ্দিন।

আদালতে ওই দুই আইনজীবীর পক্ষে আইনজীবি হিসেবে কে শুনানি করেছেন এমন প্রশ্নের জবাবে জিয়াউদ্দিন বলেন, ‘আমাদের বারের প্রায় সবাই ছিলো। সবেক সভাপতি সাধারণ সম্পাদকরাও গেছেন। এই দুইজনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দেয়া হয়। কিন্তু হত্যাচেষ্টার কোন ঘটনাই ঘটেনি। এই গ্রাউন্ডেই আমরা জামিন চেয়েছি।

এরআগে গত বুধবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম জেলা জজ আদালত চত্বরে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে গাড়ির হর্ন দেয়াকে কেন্দ্র করে যমুনা টেলিভিশনের রিপোর্টার আল আমিন সিকদার এবং ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমন করে কয়েকজন আইনজীবী। আদালত চত্বরে উঠতেই প্রথমে গাড়ির হর্ন দেয়াকে কেন্দ্র করে এক দফা হামলা চালানো হয় এই দুই সাংবাদিকের ওপর। পরে আইনজীবী সমিতির অফিসে নিয়ে গিয়ে ১০-১৫ জন একযোগে লাথি কিল ঘুষি মারতে থাকে। একপর্যায়ে দুই সাংবাদিক মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত অন্য সাংবাদিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

সেসময় আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট জিয়াউদ্দিন বলেছিলেন, ‘গাড়ির হর্ন দেয়াকে কেন্দ্র করে একটা ঝামেলা হয়েছে। তারপর যখন অফিসে আনা হয় তখন আমি অফিসে ছিলাম। আমি দ্রুত গিয়ে বিষয়টা নিয়ন্ত্রণে নিয়েছি। আমরা বিষয়টা তদন্ত করে অবশ্যই ব্যবস্থা নিবো।’