মোঃ মশিয়ুর রহমান, রংপুর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রংপুরে বঙ্গবন্ধু স্মরণে শোকের গান, কবিতা ও বঙ্গবন্ধু প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে ‘রংপুরে বঙ্গবন্ধু’ শিরোনামে একটি ঐতিহাসিক স্যুভেনিয়ার প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে রংপুর সিটি কর্পোরেশন মেয়র আলহ্বাজ মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপত্বিতে বঙ্গবন্ধু প্রকাশনা উৎসব ও বঙ্গবন্ধু স্মরণে শোকের গান ও কবিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর স্বপ্ন ছিলো বাঙালী জাতিসত্তায় উন্নত, আধুনিক জীবন ও অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার কিন্তু বাংলাদেশের স্বাধীনতা একটি বিরোধী একটি চক্র রাতের অন্ধকারে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের উপর আক্রমন চালিয়ে সবাইকে শহিদ করে দেশের উন্নতি ব্যহত করে। বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুর চেতনা ও আর্দশকে মনে প্রাণে ধারন করে এগিয়ে চললে বঙ্গবন্ধুর স¦প্নের সোনার বাংলাদেশ বাস্তবায়িত হবে।
শুরুতে জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে নীরবে দাঁড়িয়ে এক মিনিট শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিশেষ অতিথি বৃন্দ সিটি কর্পোরেশন কতৃক আযোজিত ‘রংপুরে বঙ্গবন্ধু’ শিরোনামে ঐতিহাসিক স্যুভেনিয়ার এর মোরক উম্মোচন করেন।
তিনি আরো বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা দেশনেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ কে বিশ্বের কাছে রোল মডেল হিসেবে উপস্থাপন করেছেন। করোনা মহামারি রোগে বিশ্ব যখন আতঙ্কিত করোনার টিকা আবিষ্কারের গবেষণা চলছে মাত্র তখনি প্রধান মন্ত্রী শেখ হাসিনা সাহসের সাথে অগ্রিম একশো মিলিয়ন ডলার টিকা ক্রয়ের জন্য বিনিয়োগ করেছিলেন। জাতির পিতার আর্দশ ও স্বপ্ন পূরণে বাংলাদেশকে ১৯৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে নিতে যেতে প্রধানমন্ত্রী প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর সংগ্রামী সহযোগী শিক্ষক মোঃ মুজিবুর রহমান বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন।
এছাড়াও বিশেষ অতিথি মোঃ সাবিরুল ইসলাম বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর, মোঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম ডিআইজি, রংপুর রেঞ্জ রংপুর, মোঃ নূরেআলম মিনা বিপিএম(বার), পিপিএম(সেবা), রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রংপুর, মোঃ আসিব আহসান জেলা প্রশাসক, রংপুর জেলা, রংপুর, মোঃ ফেরদৌস আলী চৌধুরী রংপুর জেলা পুলিশ সুপার, এ্যাডভোকেট ছাফিয়া খানম রংপুর জেলা পরিষদ প্রশাসক প্রমুখ বক্তব্য রাখেন।
এরপর মন্ত্রী রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে “ব্যবসা বাণিজ্যে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিতকরণে অংশীজনের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
Post Views: 370




