আদালত প্রতিবেদক: চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে এয়ার মোহাম্মদ নামে এক ব্যক্তিকে হাজতে পাঠিয়েছে আদালত। চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেব আজ বৃহস্পতিবার ২০১৮ সালের আলোচ্য আইনের ২৪(২)/ ২৫(২)/ ২৯ ধারায় দায়ার করা মামলায় তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এয়ার মোহাম্মদ আনোয়ারা থানাধীন গহিরা গ্রামের আম পরানীর বাড়ির মৃত মতিউর রহমানের ছেলে। নগরীর পাঁচলাইশ থানায় মামলা ( নং ১৩-০৯.০৮.২০২২) হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নিজাম উদ্দিন মজুমদারের নির্দেশে পুলিশের একটি বিশেষ টিম এয়ার মোহাম্মদকে বহদ্দারহাটস্থ আরাকান সড়ক এলাকার বাসভবন থেকে তাকে গত বুধবার রাতে গ্রেফতার করে।
আদালত সূত্র জানায়, নগরীর হিলভিউ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ইয়াজ্জিম হোসেন রোমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ফেইসবুক’-এ নানা ধরনের কল্পকাহিনী লেখালেখী, অপপ্রচার, কুৎসা রটনা ও উগ্রতা প্রকাশ করে তার পারিবারিক, সামাজিক, আর্থিক, ব্যবসায়িক এবং মান-মর্যাদা ও সুনাম ক্ষুন্ন করে আসছিল। এ নিয়ে ব্যবসায়ী ইয়াজ্জিম হোসেন রোমান পাঁচলাইশ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে পুলিশ আসামী এয়ার মোহাম্মদকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হলে বিচারিক আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।
স্থানীয় সূত্র জানায়, এয়ার মোহাম্মদের বিরুদ্ধে আনোয়ারার গহিরা গ্রামে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও প্রতারক হিসেবে অভিযোগ আছে।




