প্রেস বিজ্ঞপ্তি: ঢাকা মহানগরীর ডেমরা এবং যাত্রাবাড়ি থানাধীন এলাকায় বিএসটিআই ওজন ও পরিমাপ এবং পণ্যের মান নিয়ন্ত্রনের জন্য ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজ বৃহস্পতিবার ১১ আগস্ট দুপুরে মোবাইল কোর্ট পরিচানা করে অবৈধভাবে বিভিন্ন ব্রান্ডের মশার কয়েল উৎপাদন এবং বাজারজাত করায় ভূঁইয়া ম্যানুফাকচার প্রতিষ্ঠানটিকে সীলগালা করা হয় হয়।
একই অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ ধারায় রায়েরবাগ, যাত্রাবাড়ি এলাকায় অবস্থিত নামহীন একটি কয়েল উৎপাদনকারী কারখানা সীলগালা করা হয়।
এছাড়া ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ অনুসারে জ্বালানী তেল পরিমাপে প্রতি ১০ লিটারে ২টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে যথাক্রমে ৫৯০ মি.লি., ৫০মি.লি. এবং ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে ৫২০ মি.লি. কম প্রদান করায় মেসার্স স্পিড বার্ড সিএনজি এন্ড স্টেশন লিমিটেড, মাতুয়াইল, যাত্রাবাড়ি, ঢাকা-কে ২ লক্ষ টাকা জরিমানা করেন।
উক্ত মোবাইল কোর্ট বিএসটিআই’র বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে মোঃ মঈন উদ্দিন, পরিদর্শক (মেট্রোলজি) এবং মোঃ আব্দুল মান্নান, ফিল্ড অফিসার(সিএম), বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।
Post Views: 294




