নিজস্ব প্রতিবেদক: সীতাকুণ্ড উপজেলার জঙ্গল ছলিমপুর, আলী নগরের দুর্ধর্ষ সন্ত্রাসী ও পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ শুক্রবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা এই অভিযান চালানো হয় । অভিযানে ৩টি স্ক্যাভেটর, ৬টি ড্রাম ট্রাক ও ১টি ট্রাক জব্দ করে পরিবেশ অধিদফতরকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম ও আব্দুল্লাহ আল মামুন। অভিযানে পুলিশ ও র্যাব জেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করেন। একই সাথে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ, পরিবেশ অধিদফতরের উপপরিচালক ফেরদৌস আনোয়ারসহ সংশ্লিষ্টরা জেলা প্রশাসনকে সহযোগিতা করেন।
তিনি আরও বলেন, সরকার জঙ্গল সলিমপুর নিয়ে উন্নয়নের একটি মহাপরিকল্পনা গ্রহণ করছে। খুব শীঘ্রই উচ্ছেদসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে। পাশাপাশি প্রকৃত ভূমিহীদের পুনর্বাসন করা হবে।




