বশির আহাম্মদ,বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে পর্যটকবাহী একটি হায়েস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের দুজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১২ জুলাই) দুপুর আড়াইটার দিকে আলীকদম থানচি সড়কের ২৮ কিলো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন আব্দুল মতিন (৫৬) ও সানজিদা বেগম (৪০)। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। আব্দুল মতিন পাবনার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গাড়িটি আলীকদম থেকে থানচির দিকে যাচ্ছিল। ২৮ কিলো এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ৮ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে আব্দুল মতিন ও তার স্ত্রী সানজিদা বেগম আহত হন। পরে পুলিশ, বিজিবি ও স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রনি কর্মকার জানান, আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় গাড়িচালকের পাহাড়ি রাস্তা সম্পর্কে ধারণা কম থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।




