ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে উপানন্দ শ্রামন থুইচিংমং মারমা (১০) নামে এক শিশু আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (৫ জুলাই) সকালে আব্দুল্লাহ পুর দক্ষিণ বড়ুয়া পাড়ায় ধাতুচৈত বিহারে এ ঘটনা ঘটে। শ্রামণ তুষি মং মার্মা রাঙামাটি জেলার কাউখালী থানার উপ নিজ পাড়ার পাইচি মং মার্মার ছেলে।
জানা যায়, বিহারের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চেষ্টা করে শ্রামণ তুষি মং মার্মা। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে উপানন্দ শ্রামন (থুইচিংমং মারমা) এ আত্মহত্যা রহস্যজনক বলে মনে করছেন এলাকাবাসী ও আত্মীয়স্বজনরা।
এ ব্যপারে ফটিকছড়ি থানার তদন্ত অফিসার এস আই সামসুদ্দিন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছি। গিয়ে দেখি ছেলেটিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে। এটি একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।




