প্রেস বিজ্ঞপ্তি: পটিয়া তথ্য অফিসের ব্যবস্থাপনায় ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় শ্রীমাই চা বাগান,কচুয়াই, পটিয়াতে আজ সোমবার ০৪ জুলাই সকাল ১০ টায় করোনাভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণ, নারী ও শিশু প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আতিকুল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সব্যসাচী নাথ,, মাজেদা বেগম শিরু,মহিলা ভাইস চেয়ারম্যান,উপজেলা পরিষদ, এস এম ইনজামুল হক জসিম,চেয়ারম্যান, কচুয়াই ইউনিয়ন পরিষদ, পটিয়া,জিসা চাকমা,উপজেলা সহকারী শিক্ষা অফিসার, পটিয়া এবং ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার, কচুয়াই ইউনিয়ন পরিষদ, পটিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দীপক চন্দ্র দাস।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাল্য বিবাহ উন্নয়নের অন্তরায়।সমাজ থেকে বাল্য বিবাহ নির্মূল করতে হবে। তাছাড়া নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জনসচেতনতামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।




