চন্দনাইশ প্রতিনিধি: শেখ হাসিনার দিন বদলে,সমাজসেবা এগিয়ে চলে এ প্রতিপাদ্য শ্লোগান নিয়ে চন্দনাইশ সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, প্যারালাইজড, কিডনি, লিভার সিরোসিস, থ্যালসামিয়া ও জম্মগত হ্নদরোগে আক্রান্ত রোগীদেরকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদক্ত ২১জন রোগীকে ৫০ হাজার টাকা করে ১০লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন চট্টগ্রাম ১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী।
শুক্রবার(১ জুলাই) চন্দনাইশ উপজেলা ভিডিও কনফারেন্স রুমে এ চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম চৌধুরী এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী।
সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে সহকারি কমিশনার(ভূমি) গালিব চৌধুরী, হাসিমপুর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট খোরশেদ-বিন ইছহাকসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




