লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে অবৈধভাবে বালু উত্তোলন ও জমির মাটি কাটার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে আবুল কাশেম চৌধুরী নামে একজনকে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ গত ২৯ জুন বুধবার বিকেলে বালু উত্তোলন ও মাটি কাটা সংক্রান্তে অভিযান চালায় বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ। অত্র ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড পশ্চিম আমিরাবাদ মাষ্টার পাড়া এলাকায় ডুলুখাল এলাকা থেকে নিয়মনীতি ভঙ্গ করে বালু উত্তোলন ও অপরের দখলীয় জায়গা থেকে মাটি কাটার অভিযোগ আনা হয় আবুল কাশেম চৌধুরীর বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্র মতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মতে এ অভিযান করা হয়।
এলাকার প্রতিনিধি হোছাইন মুহাম্মদ শরপুসহ এলাকার লোকজন জানায়, দিনে-রাতে বালু ও মাটি বহনে ব্যবহৃত গাড়ি চলাচলের কারণে রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে।

এছাড়াও একইদিন বিকেল বেলা লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে অভিযান চালিয়ে ১০ জন মোটর সাইকেল আরোহীকে ৪ হাজার ৬শ টাকা ও ভোক্তা অধিকার আইনে একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদে অবৈধভাবে বালু উত্তোলন ও জমির মাটি কাটার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে আবুল কাশেম চৌধুরী নামে একজনকে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ গত ২৯ জুন বুধবার বিকেলে বালু উত্তোলন ও মাটি কাটা সংক্রান্তে অভিযান চালায় বলে সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ। অত্র ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ড পশ্চিম আমিরাবাদ মাষ্টার পাড়া এলাকায় ডুলুখাল এলাকা থেকে নিয়মনীতি ভঙ্গ করে বালু উত্তোলন ও অপরের দখলীয় জায়গা থেকে মাটি কাটার অভিযোগ আনা হয় আবুল কাশেম চৌধুরীর বিরুদ্ধে।

সংশ্লিষ্ট সূত্র মতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মতে এ অভিযান করা হয়।
এলাকার প্রতিনিধি হোছাইন মুহাম্মদ শরপুসহ এলাকার লোকজন জানায়, দিনে-রাতে বালু ও মাটি বহনে ব্যবহৃত গাড়ি চলাচলের কারণে রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে।

এছাড়াও একইদিন বিকেল বেলা লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে অভিযান চালিয়ে ১০ জন মোটর সাইকেল আরোহীকে ৪ হাজার ৬শ টাকা ও ভোক্তা অধিকার আইনে একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।