লোহাগাড়া প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামে লোহাগাড়ায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। লোহাগাড়া উপজেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এ কমর্শালার।
২৮ জুন মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উল্যাহ। এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এম ইব্রাহিম কবির।
উক্ত কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কশিনার (ভূমি) মো. শাহজাহান, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা মোহাম্মদ হানিফ, কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম ও মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমূখ।
এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চট্টগ্রাম জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধি, শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তাগণ মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরত্বারোপ করেন।




