নিজস্ব প্রতিবেদক:  আইআইইউসি’র ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শায়খ আহমাদুল্লাহ বলেন, বর্তমানে জ্ঞানের বিস্তৃতি বেশী, গভীরতা কম; বর্তমানে সময়ে শিক্ষার প্রসার বাড়ছে, জ্ঞানের বিস্তৃতিও বাড়ছে, কিন্তু সেই পরিমাণে জ্ঞানের গভীরতা বাড়ছে না বলে মন্তব্য করেছেন আলোচিত ইসলামী বক্তা , আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবাল ( ২৮ জুন) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অটাম ২০২২ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

নবীন শিক্ষার্থীদের বরণে আয়োজিত এই অনুষ্ঠানে জনপ্রিয় এই ইসলামী স্কলার ‘ওরিয়েন্টেশন স্পিকার’ হিসেবে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ইসলাম জ্ঞানের ধর্ম। জ্ঞানের গভীরতা বাড়াতে হবে। গুগল নির্ভর জ্ঞানের বিস্তৃতি বেশী , কিন্তু গভীরতা কম।

প্রফেসর আব্দুল্লাহ আবু সাঈদের একটি বক্তব্যকে উদ্ধৃত করে তিনি আরো বলেন, আমাদের মধ্যে সফল মানুষ প্রচুর আছে, কিন্তু সার্থক মানুষ কম। জ্ঞান অর্জনের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য রুটি-রুজি বা সামাজিক মর্যাদা নয়। আমরা জ্ঞানকে কেবল জাগতিক বিষয় হিসেবে দেখি বলেই আমাদের মধ্যে এতো অস্থিরতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চলা এবং নৈতিকতাপূর্ণ জীবনযাপনের আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই আই ইউ সি’র ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, বিওটি সদস্য এবং ফিমেইল একাডেমিক জোনের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন প্রোভিসি ড. মাসরুরুল মাওলা, ট্রেজারার ড. হুমায়ুন কবির, রেজিস্ট্রার আখতারুজ্জান খান এবং বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানগন ।

নিজস্ব প্রতিবেদক:  আইআইইউসি’র ওরিয়েন্টেশন অনুষ্ঠানে শায়খ আহমাদুল্লাহ বলেন, বর্তমানে জ্ঞানের বিস্তৃতি বেশী, গভীরতা কম; বর্তমানে সময়ে শিক্ষার প্রসার বাড়ছে, জ্ঞানের বিস্তৃতিও বাড়ছে, কিন্তু সেই পরিমাণে জ্ঞানের গভীরতা বাড়ছে না বলে মন্তব্য করেছেন আলোচিত ইসলামী বক্তা , আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

মঙ্গলবাল ( ২৮ জুন) আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের অটাম ২০২২ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

নবীন শিক্ষার্থীদের বরণে আয়োজিত এই অনুষ্ঠানে জনপ্রিয় এই ইসলামী স্কলার ‘ওরিয়েন্টেশন স্পিকার’ হিসেবে উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ইসলাম জ্ঞানের ধর্ম। জ্ঞানের গভীরতা বাড়াতে হবে। গুগল নির্ভর জ্ঞানের বিস্তৃতি বেশী , কিন্তু গভীরতা কম।

প্রফেসর আব্দুল্লাহ আবু সাঈদের একটি বক্তব্যকে উদ্ধৃত করে তিনি আরো বলেন, আমাদের মধ্যে সফল মানুষ প্রচুর আছে, কিন্তু সার্থক মানুষ কম। জ্ঞান অর্জনের প্রধান এবং একমাত্র উদ্দেশ্য রুটি-রুজি বা সামাজিক মর্যাদা নয়। আমরা জ্ঞানকে কেবল জাগতিক বিষয় হিসেবে দেখি বলেই আমাদের মধ্যে এতো অস্থিরতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী। প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের প্রতি বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন মেনে চলা এবং নৈতিকতাপূর্ণ জীবনযাপনের আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই আই ইউ সি’র ফিন্যান্স কমিটির চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী, বিওটি সদস্য এবং ফিমেইল একাডেমিক জোনের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন প্রোভিসি ড. মাসরুরুল মাওলা, ট্রেজারার ড. হুমায়ুন কবির, রেজিস্ট্রার আখতারুজ্জান খান এবং বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানগন ।