ক্রাইম প্রতিবেদক: টানা দেড় মাসের নিরলস প্রচেষ্টায় অভিযুক্ত ও অভিযুক্তের মাধ্যমে চোরাইকৃত সাংবাদিকের মোটরসাইকেল কক্সবাজার জেলা থেকে উদ্ধার করল চকবাজার থানা পুলিশ। গতকাল শনিবার কক্সবাজার জেলার রামু থানা ও চকরিয়া থানায় ৪৮ ঘন্টার একটানা অভিযান পরিচালনা করে ওই বাসার দারোয়ান নুরুল হুদা(১৮)কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাগর চক্রবর্তী(২৫), পেশায় একজন সাংবাদিক। চকবাজার থানাধীন ডিসি রোড, মৌসুমি আবাসিক এলাকার এস এ ভবনের ভাড়া বাসায় বসবাস করেন।তিনি সাপ্তাহিক পূর্ব বাংলা  পত্রিকায় কাজ করেন। গত ৪ মে ডিসি রোড মৌসুমি আবাসিক এলাকার  ভাড়া বাসার নীচে অত্যন্ত শখের ও নিত্য প্রয়োজনীয় এইচ পাওয়ার ব্রান্ডের মোটর সাইকেলটি তিনি পার্কিং করে রাখেন। ওই দিন রাত সাড়ে ১২টায় তিনি মোটরসাইকেলটি পার্কিং এ দেখতে পান। পরের দিন দুপুর ১২টায়  সে ৩য় তলার বাসা থেকে বের হয়ে লক্ষ্য করেন তার শখের মোটরসাইকেলটি লাপাত্তা। হন্তদন্ত হয়ে তিনি ছুটে আসেন চকবাজার থানায়।
এই বিষয়ে চকবাজার থানায় এজাহার দায়ের করা হলে তদন্তকারী অফিসার এস আই আবু জাহের মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসার পার্কিং এর সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করেন।
সিসিটিভি ফুটেজে দৃশ্যমান হয় খোদ বাসার দারোয়ান নুরুল হুদা(১৮) বাদীর শখের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাচ্ছে। দীর্ঘ দেড় মাসের নিরলস চেষ্টার পর এস আই আবু জাহের মোল্লা অভিযুক্ত দারোয়ান ও অভিযুক্তের মাধ্যমে চোরাইকৃত মোটরসাইকেল এর অবস্থান সনাক্ত করতে সক্ষম হন।
অবশেষে সূদুর কক্সবাজার জেলার রামু থানা ও চকরিয়া থানায় ৪৮ ঘন্টার একটানা অভিযানে ঘটনায় জড়িত অভিযুক্ত নুরুল হুদা(১৮)ও তার দেখানো মতে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়।
অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
ক্রাইম প্রতিবেদক: টানা দেড় মাসের নিরলস প্রচেষ্টায় অভিযুক্ত ও অভিযুক্তের মাধ্যমে চোরাইকৃত সাংবাদিকের মোটরসাইকেল কক্সবাজার জেলা থেকে উদ্ধার করল চকবাজার থানা পুলিশ। গতকাল শনিবার কক্সবাজার জেলার রামু থানা ও চকরিয়া থানায় ৪৮ ঘন্টার একটানা অভিযান পরিচালনা করে ওই বাসার দারোয়ান নুরুল হুদা(১৮)কে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সাগর চক্রবর্তী(২৫), পেশায় একজন সাংবাদিক। চকবাজার থানাধীন ডিসি রোড, মৌসুমি আবাসিক এলাকার এস এ ভবনের ভাড়া বাসায় বসবাস করেন।তিনি সাপ্তাহিক পূর্ব বাংলা  পত্রিকায় কাজ করেন। গত ৪ মে ডিসি রোড মৌসুমি আবাসিক এলাকার  ভাড়া বাসার নীচে অত্যন্ত শখের ও নিত্য প্রয়োজনীয় এইচ পাওয়ার ব্রান্ডের মোটর সাইকেলটি তিনি পার্কিং করে রাখেন। ওই দিন রাত সাড়ে ১২টায় তিনি মোটরসাইকেলটি পার্কিং এ দেখতে পান। পরের দিন দুপুর ১২টায়  সে ৩য় তলার বাসা থেকে বের হয়ে লক্ষ্য করেন তার শখের মোটরসাইকেলটি লাপাত্তা। হন্তদন্ত হয়ে তিনি ছুটে আসেন চকবাজার থানায়।
এই বিষয়ে চকবাজার থানায় এজাহার দায়ের করা হলে তদন্তকারী অফিসার এস আই আবু জাহের মোল্লা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসার পার্কিং এর সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করেন।
সিসিটিভি ফুটেজে দৃশ্যমান হয় খোদ বাসার দারোয়ান নুরুল হুদা(১৮) বাদীর শখের মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যাচ্ছে। দীর্ঘ দেড় মাসের নিরলস চেষ্টার পর এস আই আবু জাহের মোল্লা অভিযুক্ত দারোয়ান ও অভিযুক্তের মাধ্যমে চোরাইকৃত মোটরসাইকেল এর অবস্থান সনাক্ত করতে সক্ষম হন।
অবশেষে সূদুর কক্সবাজার জেলার রামু থানা ও চকরিয়া থানায় ৪৮ ঘন্টার একটানা অভিযানে ঘটনায় জড়িত অভিযুক্ত নুরুল হুদা(১৮)ও তার দেখানো মতে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়।
অভিযুক্তকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।