নিজস্ব প্রতিবেদক: তিন মাস ধরে নিখোঁজ শিশু খোরশেদ আলম (৮)। খুঁজে না পেয়ে খোরশেদের মা থানায় করলেন নিখোঁজের ডায়েরি। এখন ভরসা শুধু পুলিশের ওপর। বিষয়টি আমলে নিয়ে নিখোঁজ শিশুর খোঁজে মাঠে নামে পুলিশ। অতঃপর গত শনিবার রাতে নগরীর ফলমন্ডি এলাকা থেকে উদ্ধার হয় শিশুটি।
জানা গেছে, শিশু খোরশেদ চকবাজার থানাধীন লালচাঁন্দ রোডের আনোয়ার কলোনির বাসিন্দা। তার মা গৃহকর্মী। আর্থিক অবস্থা এতো স্বচ্চল নয়। খোরশেদ তার একমাত্র সন্তান।
চকবাজার থানা সূত্র জানায়, শিশুপুত্র খোরশেদ আলম গত ২২ মার্চ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় তার মা মোর্শেদা বেগম চকবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন। ঘটনা তদন্তের দায়িতপ্রাপ্ত থানার এসআই সামসুল ইসলাম শিশুটিকে খুঁজে বের করার জন্য দেশের প্রতিটি থানায় বেতার বার্তা প্রেরণ, বিভিন্ন স্থানে শিশুটির ছবি পোস্টারিং করার ব্যবস্থা, মাইকিংয়ের ব্যবস্থাসহ ৩ মাসের অক্লান্ত পরিশ্রমে গত ২৫ জুন কোতোয়ালি থানাধীন ফলমন্ডি এলাকা হতে শিশুটিকে খুঁজে বের করে তার মা মোর্শেদা বেগমের কোলে ফিরিয়ে দিতে সক্ষম হন।
নিজস্ব প্রতিবেদক: তিন মাস ধরে নিখোঁজ শিশু খোরশেদ আলম (৮)। খুঁজে না পেয়ে খোরশেদের মা থানায় করলেন নিখোঁজের ডায়েরি। এখন ভরসা শুধু পুলিশের ওপর। বিষয়টি আমলে নিয়ে নিখোঁজ শিশুর খোঁজে মাঠে নামে পুলিশ। অতঃপর গত শনিবার রাতে নগরীর ফলমন্ডি এলাকা থেকে উদ্ধার হয় শিশুটি।
জানা গেছে, শিশু খোরশেদ চকবাজার থানাধীন লালচাঁন্দ রোডের আনোয়ার কলোনির বাসিন্দা। তার মা গৃহকর্মী। আর্থিক অবস্থা এতো স্বচ্চল নয়। খোরশেদ তার একমাত্র সন্তান।
চকবাজার থানা সূত্র জানায়, শিশুপুত্র খোরশেদ আলম গত ২২ মার্চ বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ ঘটনায় তার মা মোর্শেদা বেগম চকবাজার থানায় নিখোঁজ ডায়েরি করেন। ঘটনা তদন্তের দায়িতপ্রাপ্ত থানার এসআই সামসুল ইসলাম শিশুটিকে খুঁজে বের করার জন্য দেশের প্রতিটি থানায় বেতার বার্তা প্রেরণ, বিভিন্ন স্থানে শিশুটির ছবি পোস্টারিং করার ব্যবস্থা, মাইকিংয়ের ব্যবস্থাসহ ৩ মাসের অক্লান্ত পরিশ্রমে গত ২৫ জুন কোতোয়ালি থানাধীন ফলমন্ডি এলাকা হতে শিশুটিকে খুঁজে বের করে তার মা মোর্শেদা বেগমের কোলে ফিরিয়ে দিতে সক্ষম হন।




