ক্রাইম প্রতিবেদক: নগরীর খুলশী থানার টেকনিক্যাল রোডে কাজ করার সময় ছাদ থেকে পড়ে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। তার নাম মো. ইউসুফ (৪০) । সে সিভিল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে। আজ রোববার ২৬ জুন সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ইউসুফ চুয়েটের ৪১ তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি খুলশী কলোনীর ইয়াকুব ফিউচার পার্কের ৮ম তলার স্ল্যাব কাস্টিংয়ের সময় নীচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, টেকনিক্যাল রোডে এয়াকুব আলী ফিউচার পার্কে সাত তলা ভবনে কাজ করতে গিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ নিচে পড়ে যান। সেখান থেকে উদ্ধার করে সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ক্রাইম প্রতিবেদক: নগরীর খুলশী থানার টেকনিক্যাল রোডে কাজ করার সময় ছাদ থেকে পড়ে এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। তার নাম মো. ইউসুফ (৪০) । সে সিভিল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে। আজ রোববার ২৬ জুন সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ইউসুফ চুয়েটের ৪১ তম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি খুলশী কলোনীর ইয়াকুব ফিউচার পার্কের ৮ম তলার স্ল্যাব কাস্টিংয়ের সময় নীচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, টেকনিক্যাল রোডে এয়াকুব আলী ফিউচার পার্কে সাত তলা ভবনে কাজ করতে গিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মো. ইউসুফ নিচে পড়ে যান। সেখান থেকে উদ্ধার করে সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি কেয়ারে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।