প্রেস বিজ্ঞপ্তি: আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু্। জাতির এই ঐতিহাসিক আনন্দক্ষণ উদযাপনের লক্ষে আজ শনিবার ২৫ জুন সকাল ৯টায় রেলওয়ে পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর নির্দেশনায় রেলওয়ে জেলা পুলিশ এর উদ্দ্যেগে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন চত্ত্বরে আনন্দ র্যালির আয়োজন করা হয়। র্যালি শেষে সকলের মাঝে মিস্টি বিতরণ করা হয়।
জাতির অহংকার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান রেলওয়ে জেলা পুলিশ, চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এলইডি স্কিনে প্রদর্শন করার ব্যবস্থা করা হয়। র্যালিতে অংশগ্রহণ এবং পদ্মা সেতু উদ্বোধন অনুষ্টান উপভোগ করেন বাংলাদেশ রেলওয়ে (পূর্ব) এর মহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন, চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী,প্রধান প্রকৌশলী মোঃ আবু জাফর মিঞা, বিভাগীয় রেলওয়ে ব্যবস্হাপক মোঃ আবুল কালাম চৌধুরীসহ রেলওয়ের বিভিন্ন কর্মকতা, কর্মচারী, রেলওয়ে পুলিশের অফিসার/ফোর্স, আরএনবিসহ স্থানীয় জনসাধারণ।
এছাড়াও রেলওয়ে জেলা পুলিশ, চট্টগ্রাম কর্তৃক পুলিশ লাইন্স, রেলওয়ে জেলা, চট্টগ্রামে বাংলাদেশের অহংকার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান বড় পর্দায় উপভোগ করার আয়োজন করা হয় এবং দুপুরে বড়খানার আয়োজন করা হয়। বাংলাদেশের অহংকার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ পুলিশ কর্তৃক নির্মিত গান ও ডকুমেন্টারি উদ্বোধনি অনুষ্টানের আগে ও পরে কতৃক প্রদর্শন করা হয়।
Post Views: 277




