নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামির সাংগঠনিক সম্পাদক ও চসিকের সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে চান্দগাঁও থানার একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শামসুজ্জামান হেলালী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শুলক বহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জামায়াতে ইসলামির চকবাজার থানার সাবেক আমীর ছিলেন।
পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দীন মজুমদার বলেন, হেলালীর বিরুদ্ধে ৩ টি মামলায় অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল। তাকে একটি কমিউনিটি সেন্টারের সামনে থেকে গ্রেফতার করা হয়েছে।
Post Views: 244




