প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সদরঘাট থানার মাঝিরঘাট উপশাখার সদস্য প্রয়াত রশীদ মালের স্মরণ সভা ও তাঁর পরিবারের নিকট এককালীন অনুদানের নগর অর্থ প্রদান করা হয়।গতকাল ২৪ জুন রাত ১০টায় সদরঘাট থানাস্থ ইউনিয়নের কার্যালয়ে সদরঘাট থানা অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল ভান্ডারীর সঞ্চালনায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের যুগ্ম সম্পাদক হাজী শফিক। বক্তব্য রাখেন ইউনিয়নের মাঝিরঘাট শাখার সভাপতি বশির আহমদ, মোহাম্মদ সায়েম, সালাহ উদ্দিন, মো: ইউসুফ, মুহাম্মদ ফারুক, জামাল উদ্দিন, শাহ আলম মাল, মো: আবদুল হালিম ও আবু ছালেহ প্রমুখ।
প্রধান অতিথি হারুনুর রশীদ বলেন, আমাদের ইউনিয়নের সদস্যদের সার্বিক কল্যাণে আমরা সব সময় নিয়োজত থাকি। যে কোন চালক মারা গেলে আমরা তাদের পাশে দাড়ায় আমাদের সামর্থ অনুযায়ী। রশীদ মাল অত্র ইউনিয়নের জন্য অনেক পরিশ্রম করেছে। এই সংগঠনের উন্নতি, অগ্রগতিতে তার ভুমিকা প্রশংসার দাবীদার। আমরা তার মৃত্যুর পর তার পাশে আছি এবং থাকবো।
সভাপতির বক্তব্যে সিরাজুল ইসলাম বলেন, অটোরিকশা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন ১৪৪১ এর পতাকা তলে ৩০হাজার শ্রমিক ঐক্যবদ্ধ। যে সকল সদস্য গঠনতন্ত্র মোতাবেক নিয়ম নীতি গুলো মেনে চলবে আমরা তাদের সুখে দু:খে সব সময় তাদের পাশে থাকবো। মৃত্যুর পরও তাদের পরিবারের নিকট এককালীন অনুদানসহ সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি ইউনিয়নের সকল সদস্যদেরকে নিয়ম কানুন গুলো যথাযথভাবে মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠান শেষে মৃত রশিদ মালের পক্ষে শাহ আলম মালের হাতে অনুদানের নগদ অর্থ তুলে দেন ইউনিয়নের নেতৃবৃন্দ।




