কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে তুমুল হট্টগোল হয়েছে।আজ বুধবার (১৫ জুন) রাত সোয়া ৯টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র করা হয়।
সন্ধ্যা ৬ টা থেকে এক এক করে ঘোষণা করা হয় কেন্দ্রের ফলাফল। কিন্তু ৭২ কেন্দ্রের ফলাফল ঘোষণার পর ওই স্থানে প্রবেশ করেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী মনিরুল হক সাক্কু। এর কিছুক্ষণ পর নৌকা প্রতীকের স্লোগান নিয়ে হলরুমে প্রবেশ করেন আওয়ামীলীগের কর্মী সমর্থকেরা। এতে চরম উত্তপ্ত হয় পরিবেশ। পুলিশ ও বিজিবির হস্তক্ষেপে মিছিলকারীদের বের করে দিয়ে হলরুমের গেইট বন্ধ করে দেওয়া হয়।
প্রায় আধঘন্টা ধরে চলা হট্টগোলের পর রিটার্নিং কর্মকর্তা বাকী ৩৩ কেন্দ্রের ফলাফল ঘোষণা বন্ধ রেখে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।ঘোষিত ফলাফলে আরফানুল হক রিফাত (নৌকা) ৫০,৩১০ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু (ঘড়ি) ৪৯,৯৬৭ ভোট পেয়েছেন।
একুনে ৩৪৩ ভোট বেশি পেয়ে রিফাত বেসরকারীভাবে বিজয়ী হয়েছে।




