বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ছয় বছর পর্যন্ত প্রায় ৭৬ হাজার শিশুকে খাওয়ানোর লক্ষ্য নিয়ে ভিটামিন এ প্লাস ক‍্যাপসুল খাওয়ানো কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১৫ জুন) সকাল ৯টায় বান্দরবান জেলার দুটি পৌরসভা ও সাতটি উপজেলায় এ কর্মসূচি শুরু হয়।
বান্দরবানের সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী বলেন, জেলায় মোট ৭৫ হাজার ৯৯৫ শিশুকে দুভাগে ভাগ করে এ কার্যক্রম চলবে। আগামী ১৮ জুন পর্যন্ত এ ক‍্যাম্পেইন চলবে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় ৭৫ হাজার ৯৯৫ শিশুককে নীল ও লাল রঙের ক‍্যাপসুল খাওয়ানোর লক্ষ‍্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ‍্যে ছয় থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৩৩০ শিশুকে একটি করে নীল রঙের ক‍্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ৬৪ হাজার ৬৬৫ শিশুদের প্রত‍্যকেকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক‍্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন জানান, জেলার দুটি পৌরসভা ও সাতটি উপজেলায় ৮৩১টি কেন্দ্রের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে ছয় বছর পর্যন্ত প্রায় ৭৬ হাজার শিশুকে খাওয়ানোর লক্ষ্য নিয়ে ভিটামিন এ প্লাস ক‍্যাপসুল খাওয়ানো কর্মসূচি শুরু হয়েছে। আজ বুধবার (১৫ জুন) সকাল ৯টায় বান্দরবান জেলার দুটি পৌরসভা ও সাতটি উপজেলায় এ কর্মসূচি শুরু হয়।
বান্দরবানের সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী বলেন, জেলায় মোট ৭৫ হাজার ৯৯৫ শিশুকে দুভাগে ভাগ করে এ কার্যক্রম চলবে। আগামী ১৮ জুন পর্যন্ত এ ক‍্যাম্পেইন চলবে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জেলায় ৭৫ হাজার ৯৯৫ শিশুককে নীল ও লাল রঙের ক‍্যাপসুল খাওয়ানোর লক্ষ‍্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ‍্যে ছয় থেকে ১১ মাস বয়সী ১১ হাজার ৩৩০ শিশুকে একটি করে নীল রঙের ক‍্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ৬৪ হাজার ৬৬৫ শিশুদের প্রত‍্যকেকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক‍্যাপসুল খাওয়ানো হবে।
সিভিল সার্জন জানান, জেলার দুটি পৌরসভা ও সাতটি উপজেলায় ৮৩১টি কেন্দ্রের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।