নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেটে জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীকে আটক করার ঘটনায় পুরস্কৃত হলেন ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. মঞ্জুর হোসেন।

বৃহস্পতিবার (জুর ৯) সকালে সিএমপির সদর দপ্তরে ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. মঞ্জুর হোসেনের হাতে এ পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এসময় আরও উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদিন।

এর আগে গত ১ জুন (বুধবার) বাসে উঠার জন্য অপেক্ষোমান জাহিদুল ইসলাম নামে এক যাত্রীর মোবাইল ছিনতাই করে পালানোর সময় মোহাম্মদ ইকবাল (৩২) নামে এক যুবককে ধাওয়া দিয়ে হাতেনাতে আটক করে ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. মঞ্জুর হোসেন। পরে পাঁচলাইশ থানা পুলিশের কাছে ওই ছিনতাইকারীকে হস্তান্তর করা হয়। ছিনতাইকারীকে ধাওয়াকালে ট্রাফিক পরিদর্শক (টিআই) মঞ্জুর হোসেন আঘাতপ্রাপ্ত হন।

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেটে জীবনের ঝুঁকি নিয়ে ছিনতাইকারীকে আটক করার ঘটনায় পুরস্কৃত হলেন ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. মঞ্জুর হোসেন।

বৃহস্পতিবার (জুর ৯) সকালে সিএমপির সদর দপ্তরে ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. মঞ্জুর হোসেনের হাতে এ পুরস্কার তুলে দেন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এসময় আরও উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদিন।

এর আগে গত ১ জুন (বুধবার) বাসে উঠার জন্য অপেক্ষোমান জাহিদুল ইসলাম নামে এক যাত্রীর মোবাইল ছিনতাই করে পালানোর সময় মোহাম্মদ ইকবাল (৩২) নামে এক যুবককে ধাওয়া দিয়ে হাতেনাতে আটক করে ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. মঞ্জুর হোসেন। পরে পাঁচলাইশ থানা পুলিশের কাছে ওই ছিনতাইকারীকে হস্তান্তর করা হয়। ছিনতাইকারীকে ধাওয়াকালে ট্রাফিক পরিদর্শক (টিআই) মঞ্জুর হোসেন আঘাতপ্রাপ্ত হন।