লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় হিরা রাণী দে (২২) নামে এক জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে ৬ জুন সোমবার সকালে।
উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উত্তর সুখছড়ী গ্রামস্থ শশুর বাড়িতে মৃত্যু হয়েছে এ জননীর। উক্ত জননী অত্র গ্রামের পাতার পাড়া রাখাল মহাজান বাড়ি এলাকার স্বপন দাশের স্ত্রী।
সংবাদ পেয়ে লোহাগাড়া থানা পুলিশ লাশ উদ্ধার ও সুরতহাল লিপিবদ্ধ করে। পুলিশ জানায়, মৃত হিরা রাণীর বাম হাতে বৈদ্যুতিক শর্টের চিহৃ রয়েছে। মাথায় দেখা গেছে ফুলা জখম। ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে হিরা রাণীর স্বামী সুমন দাশকে।
মৃত হিরা রাণীর বাবা ভাণু কান্তি দে জানান, বিয়ের পর কিছুদিন স্বামীর সংসারে ভাল ছিল তার মেয়ে। এরপর থেকে নানাভাবে নির্যাতন করা হয়েছে তাকে। জামাই বার বার টাকা চেয়েছে। কয়েকে কিস্তিতে টাকাও দেওয়া হয়েছে। মেয়ের মৃত্যুর আগের দিনও মারধর করা হয়েছে। মেয়েটি নির্যাতনের শিকার।
এ ঘটনার ব্যাপারে আইনী প্রক্রিয়ায় যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানায়।




