বান্দরবান প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন ছাত্রদল, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বান্দরবান জেলা আওয়ামীলীগ। শনিবার সকালে বান্দরবান শহরের মুক্ত মঞ্চ এলাকায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে মুক্ত মঞ্চে এসে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

এসময় সমাবেশে বক্তারা বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও বিচক্ষণতায় বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। কিন্তু এমন সময়ে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ভোটে ভয় পাচ্ছে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য নানা ষড়যন্ত্র করছে। এজন্য আগামীতে দেশকে আরো এগিয়ে নিতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সহসভাপতি আবদুর রহিম চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজ্জামেল হক বাহাদুর, পৌর আ.লীগ সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, যুবলীগ আহ্বায়ক ক্যালু মং মারমা, ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীল প্রমুখ।

বান্দরবান প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন ছাত্রদল, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বান্দরবান জেলা আওয়ামীলীগ। শনিবার সকালে বান্দরবান শহরের মুক্ত মঞ্চ এলাকায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে মুক্ত মঞ্চে এসে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা।

এসময় সমাবেশে বক্তারা বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও বিচক্ষণতায় বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। কিন্তু এমন সময়ে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ভোটে ভয় পাচ্ছে। পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য নানা ষড়যন্ত্র করছে। এজন্য আগামীতে দেশকে আরো এগিয়ে নিতে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সহসভাপতি আবদুর রহিম চৌধুরী, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, মোজ্জামেল হক বাহাদুর, পৌর আ.লীগ সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, যুবলীগ আহ্বায়ক ক্যালু মং মারমা, ছাত্রলীগ সভাপতি কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীল প্রমুখ।