প্রেস বিজ্ঞপ্তি: ডবলমুরিং মডেল থানা কর্তৃক আজ শনিবার (০৪ জুন) সকালে থানা কম্পাউন্ডে “ওপেন হাউস ডে” অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলিন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) পংকজ দত্ত, সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং জোন) মুকুর চাকমা, অফিসার ইনচার্জ ডবলমুরিং মডেল থানা মোঃ সাখাওয়াৎ হোসেন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ডবলমুরিং মডেল থানা মোঃ মাসুদ রানা।
সভায় থানা এলাকার জন সাধারণ তাদের অভিমত ব্যক্ত করেন। তাদের বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগীতার বিষয়ে সভায় মতামত দেন। পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ সভায় উপস্থিত জন সাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করে সভা সমাপ্ত করেন।
Post Views: 358




