প্রেস বিজ্ঞপ্তি: লালখান বাজার ওয়ার্ডের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির অগ্নিনির্বাপক ও ভূমিকম্প মোকাবেলায় প্রতিবন্ধিতা বান্ধব মহড়া অনুষ্ঠিত হয়। আজ বুধবার (০১ জুন) সকালে লালখান বাজার ওয়ার্ডের দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও চট্টগ্রাম ফয়ার সার্ভিস ও ডিফেন্স অধিদপ্তরের কারিগরি সহযোগীতা, ডিডিআরসির, সিডিডি ও সিবিএম এর সার্বিক সহযোগীতায় অগ্নিনির্বাপক ও ভূমিকম্প মোকাবেলায় প্রতিবন্ধিতা বান্ধব দূর্যোগ ঝুঁকি হ্রাসের প্রস্তুতি বিষয়ক মহড়ায় অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন ভূমিকম্প ও দূর্যোগ ঝুঁকি হ্রাসের মোকাবেলায় প্রতিবন্ধীদের এভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করলে তারও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আশাকরি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের কাউন্সিলর ও দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল হাসনাত বেলাল।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফয়ার সার্ভিস ও ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র ফয়ার ষ্টেশনের অফিসার এনামুল হক, ডিডিআরসির পরিচালক শহিদুল ইসলাম সাজ্জাদ, নাগরিক ফোরামের সদস্য এডভোকেট সিমা, লালখান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ ইকবাল পারভেজ, সিডিডি অর্থ কর্মকর্তা আহমেদ হোসেন ভূঁইয়া, শাহজালাল প্রমুখ।




