নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উত্তর বন বিভাগের নিয়ন্ত্রানাধীন মহামায়া ইকো-পার্কের জীববৈচিত্র সংরক্ষণ ও প্রতিবেশ উন্নয়ন প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার (৩১ মে) পরিবেশ,বন ও বন্যপ্রানী সংরক্ষণে বন ও বৃক্ষের ভূমিকা এবং করণীয় বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এবং প্রশিক্ষণের উদ্বোধন করেন বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী।
প্রশিক্ষণার্থী ছিলেন মহামায়া ইকো-পার্ক সংলগ্ন এলাকার স্কুল শিক্ষক,মসজিদের ইমাম,স্থানীয় সাংবাদিক,হতদরিদ্র জনগোষ্ঠী,ইউনিয়ন পরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট বিট কর্মকর্তা ও কর্মচারীগণ।
প্রশিক্ষণ প্রদান করেন সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান,সহকারী বন সংরক্ষক মো:জয়নাল আবেদীন, নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা সুরজিৎ চৌধুরী ও করেরহাট রেঞ্জ কর্মকর্তা মো: জসীম উদ্দীন ।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট ও গাছের চারা বিতরণ করা হয় ।
Post Views: 517




