প্রেস বিজ্ঞপ্তি: বিশ্ব পরিবেশ দিবস,২০২২ উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, খুলনা কর্তৃক আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা আজ রবিবার (২৯ মে) সকালে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ ইকবাল হোসেন।
খুলনা পাবলিক কলেজ এর সম্মানিত সহকারী অধ্যাপক (বাংলা) তাকদিরুল গণির সঞ্চালনায় বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজলাল কলেজ এর সহযোগী অধ্যাপক এস, এম, শোয়েব হোসেন ও খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এর প্রভাষক (উদ্ভিদবিদ্যা) সব্যসাচী মন্ডল।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্য়ালয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। চারটি গ্রুপের মধ্যে অনুষ্ঠিত বির্তক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় খুলনা সরকারি মহিলা কলেজ ও খুলনা পাবলিক কলেজ রানার আপ হয়।
উল্লেখ্য, আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা অনুষ্ঠান শেষে আজকের বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হবে।
Post Views: 437



