বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউপি চেয়ারম্যানসহ আরো দুইজনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।
সোমবার (২৩ মে) আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এই পরোয়ানা জারি করেছেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বেঞ্জ সহকারী এস এম মাঈনুল ইসলাম সিকদার জানান, লামা উপজেলার ইসলামপুর এলাকার বাসিন্দা বাহাদুর আলমের স্ত্রী ও মামলার বাদী ইয়াছমিন আক্তার ২০২১ সালের ৩০সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন।
বাদীর আইনজীবী এডভোকেট কাজী মহতুল হোসাইন জানান, মামলার বাদীর অভিযোগটি সত্য প্রামাণ হয়েছে ও বাদীর পক্ষে নারাজি দরখাস্তের প্রেক্ষিতে অপরাধ প্রমাণ হওয়ার কারণে আদালত আসামীদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেছেন।
Post Views: 632




