প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক আয়োজিত মুজিবশতবর্ষে শত গ্রন্থাগারের প্রায় ১০০০ জন পাঠককে নিয়ে ‘পড়ি বঙ্গবন্ধুর বই, সোনার মানুষ হই’ শীর্ষক ধারাবাহিক পাঠ কার্যক্রমের আজ সোমবার (১৬ মে ) দুপুরে রাজধানীর জাতীয় গ্রন্থ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।
উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন- সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসীম কুমার দে, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সভাপতি, বাংলা একাডেমি; অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সভাপতি, বাংলাদেশ জাতীয় জাদুঘর; সাইফুল আলম, সম্পাদক,দৈনিক যুগান্তর; মিনার মনসুর, পরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্র।
এছাড়াও জাতীয় গ্রন্থকেন্দ্র হতে সহযোগী কর্মকর্তা হিসেবে ছিলেন-মো. ফরিদ উদ্দিন সরকার, গ্রন্থাগারিক; মোবাশশিরা মাহমুদা, বিবলিওগ্রাফি অফিসার; ইনামুল হক, সহকারী পরিচালক; মনিরুজ্জামান ফকির, সহকারী পরিচালক; আনোয়ার হোসেন, সহকারী পরিচালক।
Post Views: 581




