প্রেস বিজ্ঞপ্তি: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট চট্টগ্রামের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রামের হল রুমে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গীতা শিক্ষার প্রসার ও শুদ্ধভাবে গীতাপাঠের লক্ষ্যে ‘গীতার আলো ঘরে ঘরে জ্বালো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (১৪ মে) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি (দক্ষিণ) শ্রী বাবুল চন্দ্র শর্মা।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী উত্তম কুমার শর্মার সভাপতিত্ব ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক শ্রী রিংকু কুমার শর্মা উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ড. শুক্লা রক্ষিত, বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রামের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞা।

প্রতিযোগিতার বিচারক ছিলেন, চবি’র সংস্কৃত ও পলি বিভাগের সহকারী অধ্যাপক শ্রী কুশল বরণ চক্রবর্তী, চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রমের শ্রীমৎ স্বামী জীবনানন্দজী মহারাজ, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী দিলীপ কুমার ভট্টাচার্য।

ট্রাস্টি শ্রী উত্তম কুমার শর্মা বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে। প্রতিযোগিতা শেষে সাংস্কৃতকি অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে গীতা প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি: ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট চট্টগ্রামের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রামের হল রুমে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গীতা শিক্ষার প্রসার ও শুদ্ধভাবে গীতাপাঠের লক্ষ্যে ‘গীতার আলো ঘরে ঘরে জ্বালো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (১৪ মে) সকাল ১০টায় আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি (দক্ষিণ) শ্রী বাবুল চন্দ্র শর্মা।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী উত্তম কুমার শর্মার সভাপতিত্ব ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী প্রকল্প পরিচালক শ্রী রিংকু কুমার শর্মা উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যাপক ড. শুক্লা রক্ষিত, বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রামের জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নুরুল আবছার ভূঁঞা।

প্রতিযোগিতার বিচারক ছিলেন, চবি’র সংস্কৃত ও পলি বিভাগের সহকারী অধ্যাপক শ্রী কুশল বরণ চক্রবর্তী, চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রমের শ্রীমৎ স্বামী জীবনানন্দজী মহারাজ, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী দিলীপ কুমার ভট্টাচার্য।

ট্রাস্টি শ্রী উত্তম কুমার শর্মা বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সব ধর্মের মানুষের কল্যাণে কাজ করছে। প্রতিযোগিতা শেষে সাংস্কৃতকি অনুষ্ঠান ও বিজয়ীদের মাঝে গীতা প্রদান করা হয়।