ঢাকা ব্যুরো: ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আজ সোমবার (২৫ এপ্রিল) সকালে শিল্প-কারখানা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনের সমন্বয়ে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোঃ মাহাবুবর রহমান।
সভায় অতিরিক্ত আইজিপি বলেন, ঈদ উপলক্ষে শিল্পখাতে কর্মরত শ্রমিকদের বেতন-বোনাস সংক্রান্ত সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের পাশাপাশি কোন ব্যাক্তি বা গোষ্ঠী মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে শ্রম অসন্তোষ সৃষ্টির মাধ্যমে শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারী রাখছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিবর্গ ও সংস্থার প্রতিনিধিগণ।
তারা বলেন, আসন্ন ঈদে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করে শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাঁদের গৃহীত বিভিন্ন নীতিমালা ও কার্যক্রমসহ তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।
সভায় আইপি হেডকোয়ার্টার্সের অতিঃ ডিআইজি, আইপি হেডকোয়ার্টার্সের পুলিশ সুপারগণ, বিজেএমইএ এর সহ-সভাপতি, বিকেএমইএ এর পরিচালক, বিভিন্ন জোনের পুলিশ সুপারবৃন্দ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনলাইনে সংযুক্ত ছিলেন বিজেএমইএ, বিকেএমইএ, বেপজা, শ্রম অধিদপ্তর, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধিগণ এবং আইপি হেডকোয়ার্টার্সের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Post Views: 250



