রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটির কাপ্তাইয়ের নৌবাহিনী সড়কে বন্যহাতির আক্রমণে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
তিনি বলেন, সন্ধ্যার পর বন্য হাতির দল খাবারের সন্ধানে কাপ্তাইয়ের নৌবাহিনী সড়কে চলে আসে এবং অনেক সময় মূল সড়কে অবস্থান নেয়। এ সময় অজ্ঞাতপরিচয় মানসিক ভারসাম্যহীন এক নারী হাতির সামনে পড়ে যায়। হাতি প্রচণ্ডভাবে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে কাপ্তাই লগগেটে নিয়ে আসা হয়।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক শাহীনুর রহমান গণমাধ্যমকে বলেন, যেহেতু এটি একটি মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ, তাই আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ করে তার দাফনের ব্যবস্থা করবো।



