ক্রাইম প্রতিবেদক: হাটহাজারী রেঞ্জ ও RAB এর যৌথ অভিযানে ৩ জন কাঠ পাচারকারী ও চিড়াইকাঠ বোঝাই ট্রাক আটক করেছে। গতকাল (১৯ এপ্রিল) বিকাল ৫টায় হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কের আব্বাসিয়ার পোল সংলগ্ন এলাকা থেকে ৬০৮.৩০ ঘনফুট গর্জন কাঠসহ কাঠ পাচারকারীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারতারকৃত কাঠ পাচারকারীরা হলেন, রিফাত হোসেন (২২), মোহাম্মদ শাহজাহান(২১) ও মোঃ খোরশেদ(১৯) তাদের উভয়ের বাড়ি একই থানায়।
May be an image of 4 people, people standing, tree and outdoors
উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো: ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে RAB সিপিসি-২ হাটহাজারী ক্যাম্প এর সহযোগীতায় সঙ্গীয় স্টাফসহ হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কের আব্বাসিয়ার পোল সংলগ্ন এলাকা থেকে ১৪১৬ টুকরা বা ৬০৮.৩০ ঘনফুট গর্জন চিড়াইকাঠ বোঝাই ট্রাক নং-বরিশাল-ট: ০৫-০০২৯ কাঠ সমেত গাড়ীটি জব্দ করা হয়। একই সাথে ৩ কাঠ পাচারকারীকে  হাতে নাতে ধৃত করতে সক্ষম হয়। জব্দকৃত কাঠের মূল্য প্রায় ৫ লাখ টাকা।
এ ব্যাপারে  হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো: ফজলুল কাদের চৌধুরী দি ক্রাইমকে বলেন, জব্দকৃত অবৈধ বনজদ্রব্যবাহী গাড়ীটি হাটহাজারী বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয় এবং ধৃত  কাঠ পাচারকারীদের কোর্ট এ সোপর্দ করাসহ বন আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
ক্রাইম প্রতিবেদক: হাটহাজারী রেঞ্জ ও RAB এর যৌথ অভিযানে ৩ জন কাঠ পাচারকারী ও চিড়াইকাঠ বোঝাই ট্রাক আটক করেছে। গতকাল (১৯ এপ্রিল) বিকাল ৫টায় হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কের আব্বাসিয়ার পোল সংলগ্ন এলাকা থেকে ৬০৮.৩০ ঘনফুট গর্জন কাঠসহ কাঠ পাচারকারীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারতারকৃত কাঠ পাচারকারীরা হলেন, রিফাত হোসেন (২২), মোহাম্মদ শাহজাহান(২১) ও মোঃ খোরশেদ(১৯) তাদের উভয়ের বাড়ি একই থানায়।
May be an image of 4 people, people standing, tree and outdoors
উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনায় হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো: ফজলুল কাদের চৌধুরীর নেতৃত্বে RAB সিপিসি-২ হাটহাজারী ক্যাম্প এর সহযোগীতায় সঙ্গীয় স্টাফসহ হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কের আব্বাসিয়ার পোল সংলগ্ন এলাকা থেকে ১৪১৬ টুকরা বা ৬০৮.৩০ ঘনফুট গর্জন চিড়াইকাঠ বোঝাই ট্রাক নং-বরিশাল-ট: ০৫-০০২৯ কাঠ সমেত গাড়ীটি জব্দ করা হয়। একই সাথে ৩ কাঠ পাচারকারীকে  হাতে নাতে ধৃত করতে সক্ষম হয়। জব্দকৃত কাঠের মূল্য প্রায় ৫ লাখ টাকা।
এ ব্যাপারে  হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো: ফজলুল কাদের চৌধুরী দি ক্রাইমকে বলেন, জব্দকৃত অবৈধ বনজদ্রব্যবাহী গাড়ীটি হাটহাজারী বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয় এবং ধৃত  কাঠ পাচারকারীদের কোর্ট এ সোপর্দ করাসহ বন আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।