লিটন কুতুবী, কুতুবদিয়া:   জায়গা জমির বিরোধের জের ধরে কুতুবদিয়ায় জামাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে চুরিকাঘাত করে গুরুতর জখম করে। আহত জামাল উদ্দিনকে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকাল ৩ টায় কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরী পাড়া আহমদ কবিরের পুত্র জামাল উদ্দিন চৌধুরীকে পাড়া মাছ বাজারে একলা পেয়ে পূর্বের জায়গা জমির বিরোধের জের ধরে একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের নাছিয়ার পাড়ার মৌলভী শাহ আলমের পুত্র আবু ইউসুফ, সহোদর ভাই শাহাদাৎ,জিয়াবুল, জাহেদ মিলে জামাল উদ্দিনকে চুরিকাঘাত করে।

স্থানীয় ইউপির চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার ঘটনার সত্যতা শিকার করে বলেন, দীর্ঘদিন ধরে জামাল উদ্দিনের আর মৌলভী শাহ আলমের সাথে জায়গা নিয়ে বিরোধ চলছে, এ বিষয়ে ইউনিয়ন পরিষদে সালিশ বিচার দিলে মানামানি না হওয়ায় একই বিষয়ে থানায়ও অভিযোগ দিয়েছে। বর্তমানে বিচারাধীন রয়েছে, এ অবস্থায় রক্তক্ষয়ী ঘটনা নিন্দনীয়। এ ঘটনার ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে আহতের ছেলে মোঃ ফারুক নিশ্চিত করেন।

লিটন কুতুবী, কুতুবদিয়া:   জায়গা জমির বিরোধের জের ধরে কুতুবদিয়ায় জামাল উদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধকে চুরিকাঘাত করে গুরুতর জখম করে। আহত জামাল উদ্দিনকে প্রত্যক্ষদর্শীরা উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে জরুরী বিভাগে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে।

আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকাল ৩ টায় কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরী পাড়া আহমদ কবিরের পুত্র জামাল উদ্দিন চৌধুরীকে পাড়া মাছ বাজারে একলা পেয়ে পূর্বের জায়গা জমির বিরোধের জের ধরে একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের নাছিয়ার পাড়ার মৌলভী শাহ আলমের পুত্র আবু ইউসুফ, সহোদর ভাই শাহাদাৎ,জিয়াবুল, জাহেদ মিলে জামাল উদ্দিনকে চুরিকাঘাত করে।

স্থানীয় ইউপির চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম সিকদার ঘটনার সত্যতা শিকার করে বলেন, দীর্ঘদিন ধরে জামাল উদ্দিনের আর মৌলভী শাহ আলমের সাথে জায়গা নিয়ে বিরোধ চলছে, এ বিষয়ে ইউনিয়ন পরিষদে সালিশ বিচার দিলে মানামানি না হওয়ায় একই বিষয়ে থানায়ও অভিযোগ দিয়েছে। বর্তমানে বিচারাধীন রয়েছে, এ অবস্থায় রক্তক্ষয়ী ঘটনা নিন্দনীয়। এ ঘটনার ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে আহতের ছেলে মোঃ ফারুক নিশ্চিত করেন।