প্রেস বিজ্ঞপ্তি: জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর অন্তর্ভুক্ত বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের উদ্যোগে আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে নগরীর লাভলেইনস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ।
তিনি বলেছেন, রহমতে ভরা এই পবিত্র রমজান মাস। প্রথম দশক শেষ হয়ে ক্ষমার ঘোষণা নিয়ে মাগফিরাতের দ্বিতীয় দশক চলছে। রমজানের প্রথম ১০ দিনে যারা আল্লাহর রহমতে সিক্ত হয়েছেন, তারা মাগফিরাত আর নাজাতের বারিধারায় সিক্ত হয়ে চলেছেন। তবে যারা রমজানের এই কল্যাণময় সময়গুলো অবহেলা ও উদাসীনতায় দূরে ঠেলে দেয় তারা আল্লাহর রহমত ও অনুগ্রহ থেকে বঞ্চিত হবেন।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, পবিত্র রমজান মাস হচ্ছে সুষ্ঠু সুন্দর জীবন পরিচালনার জন্য অনুশীলন ও প্রশিক্ষণের মাস। সেই অনুশীলন ও প্রশিক্ষণকে কাজে লাগাতে হবে সারা বছর। ইবাদত পালনের পাশাপাশি ইবাদতের দর্শন ও অন্তর্নিহিত শিক্ষা জীবনযাপনের প্রতিটি পর্যায়ে ধারণ করতে হবে।
বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের আহবায়ক মো এয়াকুবের সভাপতিত্বে ও সদস্য সচিব মিরণ হোসেন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন – জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফায়েল আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ শফর আলী, বেসিক ইউনিয়ন সমন্বয় পরিষদের নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন মো আলমগীর, উজ্জ্বল বিশ্বাস, মো বেলাল উদ্দীন চৌধুরী, নুরুল আলম লেদু, হারুনুর রশিদ রনি, মো বখতিয়ার উদ্দীন, নাছির উদ্দীন পলাশ, সৈয়দ মো জাহাঙ্গীর আলম প্রমুখ।
Post Views: 283



