ঢাকা ব্যুরো: ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে আজ রবিবার (১৭ এপ্রিল) দুপুরে শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা ও শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ সংক্রান্তে শিল্প-কারখানা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ মোঃ মাহাবুবর রহমান।
সভায় তিনি বলেন, দেশের জনগণকে অর্থনৈতিক মুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী মেগা প্রকল্প গ্রহণ, অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাসহ বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করেছেন। তিনি অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন সূচক বিশ্লেষণ করে বলেন, বর্তমানে বাংলাদেশের অর্থনীতির অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় সামিল হয়েছে, যার প্রত্যক্ষ নিয়ামক হিসেবে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ।
তিনি আরো বলেন, ঈদের পূর্বেই শিল্পখাতে কর্মরত শ্রমিকদের বেতন-বোনাস সংক্রান্ত সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন নিশ্চিত করবে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ। শিল্প-কারখানায় নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য এবং আসন্ন ঈদে শিল্পাঞ্চল এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তিনি সভায় উপস্থিত শিল্প-কারখানা সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার ব্যক্তিবর্গ ও সংস্থার প্রতিনিধিগণ তাঁদের বক্তব্যে, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ও শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিশ্চিত করার জন্য শ্রম মন্ত্রণালয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, বেপজা কর্তৃপক্ষ, বিজেএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তসহ সংশ্লিষ্ট সকলের সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন আইপি হেডকোয়ার্টার্সের অতিঃ ডিআইজি, বিজেএমইএ এর সহ-সভাপতি, বিকেএমইএ এর নির্বাহী সভাপতি, আইপি হেডকোয়ার্টার্সের পুলিশ সুপারবৃন্দ, বিভিন্ন জোনের পুলিশ সুপারবৃন্দ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও পুলিশ সুপার-ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুরে প্রতিনিধি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপারগণসহ, বিজেএমইএ ও বিকেএমইএ এর নেতৃবৃন্দ, বেপজার প্রতিনিধি, শ্রম অধিদপ্তরের প্রতিনিধি, কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধি এবং আইপি হেডকোয়ার্টার্সের উর্ধ্বতন কর্মকর্তাগণ ।
পরবর্তীতে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা সভা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Post Views: 262




