লিটন কুতুবী,কুতুবদিয়া: কুতুবদিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাড়াটে সন্ত্রাসী নিয়ে প্রতিপক্ষের হামলায় কলেজ ছাত্রীসহ আহত হয়েছে ৩ জন। আহতরা হলেন, কুতুবদিয়া উপজেলার উত্তর কৈয়ারবিল এলাকার নুরুল বশরের স্ত্রী জোবাইদা বেগম (৩৫) নুর আহমদের পুত্র নুরুল বশর (৪০) কুতুবদিয়া সরকারি কলেজের ১ম বর্ষের ছাত্রী কাউছার আকতার(১৮)।
আজ রবিবার (১৭এপ্রিল) সকাল ১০ টায় পরিকল্পিতভাবে ধারালো অস্ত্রধারী ৫/৬ জন সন্ত্রাসী নিয়ে আবুল বশর তার প্রতিবেশী কলেজ ছাত্রী কাউছারের উপর হামলা চালায়। এখবর পেয়ে মা জোবাইদা ও পিতা নুরুল বশর উদ্ধার করতে গেলে সন্ত্রাসীরা তাদেরকেও মারধর করে গুরুতর জখম করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উত্তর কৈয়ারবিল এলাকার ফইত্যার পাড়ার নুরুল বশরের সাথে তার আপন বড়ভাই আবুল বশরের সাথে জায়গা জমি ও ভিটির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
সন্ত্রাসীদের কবল থেকে উদ্ধার হওয়ার জন্য ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে পুলিশ ও স্হানীয় চেয়ারম্যান আজমগীর মাতবর, সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, মেম্বার আবু আহমদ, মেম্বার বদি আলম, মেম্বার নেজাম উদ্দিন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় জোবাইদা বেগম, নুরুল বশর, কাউছার বেগমকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে ভর্তি করলে রোগীর অবস্থা আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।
আহত নুরুল বশর জানান, লেমশীখালী ইউনিয়নের চৌমুহনী এলাকার কলিম ৫/৬ জন ধারালো অস্ত্রধারী সন্ত্রাসী নিয়ে তার মেয়ে, স্ত্রী ও নিজের উপর হামলা চালায়। প্রতিবেশীরা সন্ত্রাসী করিমকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করলে পুলিশ তাকে ছেড়ে দেয় বলে স্থানীয় চেয়ারম্যান,মেম্বার ও আহতের পরিবার অভিযোগ করেন। আইনশৃংখলা অবনতি নিয়ে উদ্বিগ্ন জনপ্রতিনিরা।
এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে আহত নুরুল বশর এ প্রতিবেদককে জানান।
৯৯৯ ফোনে সংবাদ পেয়ে কুতুবদিয়া থানার এস,আই মোঃ মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।



